নিজস্ব প্রতিনিধি.বৈদ্যবাটি-সেভ ডাইভ,সেফ লাইফ কর্মসূচির পাশাপাশি ওভারলোডিং বন্ধের দাবীতে রাস্তায় নামলো ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স এসোসিয়েশনের কর্মীরাl বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড়ে সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১১ দিন ধরে চলবেl মূলত এই শিবির থেকে ওভারলোডিং বন্ধ করার জন্য সচেতনতা প্রচার করা হবে lপাশাপাশি সংগঠনের দাবি বালি, পাথর, অন্যান্য সামগ্রী লোডিং পয়েন্ট থেকে বন্ধ করা হোক। নজর দিক প্রশাসন।কারন ওভারলোডিং এর ফলে রাস্তাঘাট, সেতু নষ্ট হতে বসেছে।ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষl পাশাপাশি এই শিবির থেকে চালক সহ ট্রাকের সঙ্গে যুক্ত সদস্যদের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।প্রায় শতাধিক মানুষ সুগার পরীক্ষা, রক্ত পরীক্ষা, প্রেসার চেক সহ নানান পরীক্ষা করান।পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় ঔষধ তাদের হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি পথচলতি সাধারণ মানুষকে মাস্ক ও হেলমেট ছাড়া বাইক আরোহীকে হেলমেট প্রদান করা হয়।হুগলী ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ারএসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবীর চ্যাটার্জী জানান মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও প্রশাসনের এক অংশের কর্মীর অসহযোগিতায় তা ব্যহত হচ্ছে,তার দাবিতেই আমাদের এই কর্মসূচিlএদিনের অনুষ্ঠানে পিয়ারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনিমেষ হাজারী,সংগঠনের বিভিন্ন নেতৃতদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তে থেকে আসা কর্মীরা।
Views: 356