নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে বিভিন্ন শিল্পক্ষেত্রে,তেমনিই পরিবর্তন হচ্ছে স্বর্ণশিল্পে। কিন্তু এই শিল্পের সাথে যুক্ত কারিগরদের সঠিক প্রশিক্ষণ না থাকায় সমস্যা হচ্ছে কার্যক্ষেত্রে, তারই সমাধানে এগিয়ে এলো অ্যাডুজব(ADUJOBE)। বঙ্গীয় স্বর্ণশিল্প সমিতির উদ্যোগে সম্প্রতি শ্রীরামপুরের মুখার্জি পাড়ার “একান্ত আপন” ভবনে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী স্বর্ণ শিল্পীদের জন্য প্রশিক্ষণ শিবির। পিএমকেভিওয়াই(PMkVY) অর্থাৎ প্রাইম মিনিস্টার কৌশল বিকাশ যোজনার অন্তর্গত এই প্রশিক্ষণ শিবিরে শতাধিক কর্মী অংশগ্রহণ করে।প্রশিক্ষক রাজদীপ ব্যানার্জির নেতৃত্বে কয়েকজন শিক্ষক এই প্রশিক্ষণ শিবিরে সোনা গহনা তৈরির আধুনিক কৌশল,সোনার বিভিন্ন ক্যারেট নির্ধারণের পদ্ধতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। বঙ্গীয় স্বর্ণশিল্প সমিতির সম্পাদক বিশ্বজিৎ ব্যানার্জি জানান এই শিল্পে আধুনিকরণ হলেও কর্মীদের সঠিক প্রশিক্ষণ না থাকায় অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হচ্ছে , আশাকরি এই প্রশিক্ষনে তারা উপকৃত হবেন একইসাথে এই শিল্পের সাথে যুক্ত কর্মীরা প্রশিক্ষনের জন্য সার্টিফিকেট পাবেন।প্রশিক্ষণ নেওয়া কর্মীরা জানান এই শিবির থেকে তারা অনেক কিছু জানতে পেরেছে যা তাদের কার্যক্ষেত্রে সুবিধা হবে।
Views: 225