নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- স্বাস্থ্য পরিষেবায় সুবিধার্থে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সহযোগী হাসপাতাল হিসাবে গড়ে তুলতে রিষড়া সেবা সদন কে যুক্ত করার কাজে এগিয়ে এলো জেলা প্রশাসন। বৃহস্পতিবার শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে বৈঠকে স্থির হয় রিষড়ার সেবা সদন কে সরকারিভাবে অধিগ্রহণ করে স্বাস্থ্য পরিষেবায় আরো গতি আনার। একটা সময় রিষড়ার অন্যতম এই সেবা সদন চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে রিষড়াসেবা সদনে অচলাবস্থা সৃষ্টি হয়। এদিনের আলোচনায় ঠিক হয় প্রসূতি, শিশু ও সাধারণ ওয়ার্ড মিলিয়ে প্রায় দেড়শ শয্যার হাসপাতাল হিসাবে কাজ শুরু করবে রিষড়া সেবা সদন একইসাথে বহির্বিভাগ চালু করার বিষয়ে আলোচনা হয়। শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় জানান স্থানীয়দের চিকিৎসার প্রয়োজনে রিষড়া সেবা সদন কে নতুন চেহারায় নিয়ে আসার উদ্যোগ নেয়া হচ্ছে এর ফলে কেবলমাত্র স্থানীয়রাই নয় উপকৃত হবেন হবেন পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া জানান এর ফলে জেলার একটা বড় অংশের মানুষ প্রকৃত হবে। শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী জানান কোভিড পরিস্থিতিতে রিষড়া সেবা সদন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সেই হাসপাতালের পরিকাঠামো কে কাজে লাগিয়ে ওয়ালশ হাসপাতালের সহযোগী হাসপাতাল যাতে হয় সেই উদ্যোগ নেয়া হচ্ছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রিষড়ার পুর প্রশাসক বিজয় সাগর মিশ্র, শ্রীরামপুরের পুর প্রশাসক গৌরমোহন দে, ওয়ালশ হাসপাতালের সুপার জয়ন্ত সরকার সহ অন্যান্য আধিকারিকরা l
Views: 1192