নিজস্ব প্রতিনিধি,ডানকুনি-আনুমানিক চার কোটি টাকা মূল্যের চন্দন কাঠ উদ্ধার l হুগলির ডানকুনির সাঁতরাপাড়া এলাকা থেকেl গোপনসূত্রে ডানকুনি থানার পুলিশ জানতে পারে বাইরে থেকে চন্দন কাঠ এনে এই এলাকার একটি গোডাউনে মজুদ করা হচ্ছে, সেইমতো পুলিশ সেখানে গিয়ে একটি মাল বোঝাই লরি আটক করেl যে লরিতে কয়েক হাজার কেজি লাল চন্দন কাঠ রয়েছে, যার বাজার মূল্য আনুমানিক চার কোটি টাকাl এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছেl বিপুল পরিমাণের এই চন্দন কাঠ কোথা থেকে এসেছে কিংবা এই এলাকা থেকে সেই কাঠ কোথায় পাঠানো হতো, তা পুলিশ তদন্ত শুরু করেছেl
Views: 730