নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিলো শ্রীরামপুর পুরসভা। আগামী ১লা জুলাই থেকে নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক,থার্মোকলের ব্যবহার lসোমবার শ্রীরামপুর পুরসভার উদ্যোগে আর এম এস ময়দানের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানাল পুরপ্রধান। আগামী এক মাস ধরে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য প্রচার চালাবে পুরসভার কর্মীরা,একই সাথে শহর জুড়ে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে যেমন নিষিদ্ধ হতে চলেছে থার্মোকলের থালা, তেমনিই দোকান, বাজার সর্বত্র নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যবহার। নির্দেশ অমান্য করলে বিক্রেতাকে যেমন ৫০০ টাকা জরিমানা দিতে হবে তেমনিই ক্রেতাকে দিতে হবে ৫০ টাকা জরিমানা।
শ্রীরামপুরের পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা জানান দূষণমুক্ত পরিবেশ করতে হলে আমাদের সচেতন হতে হবে,তাই সরকারি নির্দেশে এই কর্মসূচি।আমরা চাই সাধারণ মানুষ নিয়ম মেনে চলুনl এদিনের কর্মসূচিতে থেকে একইসাথে স্টেশন চত্বরে অযথা যানজট সৃষ্টিকারী হকারদের নিয়ন্ত্রণ করার ভূমিকা নেন পুরসভার মেয়র পারিষদরা। হকারদের সরিয়ে দিয়ে তাদের সতর্ক করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপ পুরপ্রধান উত্তম নাগ, প্রাক্তন পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়, মেয়র পরিষদ গৌরমোহন দে, পিন্টু নাগ, সন্তোষ সিং সহ পুরসভার অনান্য পুরসদস্য ও আধিকারিকরা। বিক্রেতা স্বপন দাস জানান আমরা চাই পুরসভা ধারাবাহিকভাবে উদ্যোগ নিক, ক্রেতাদের দাবী কয়েকদিন জন্য নয়, সারা বছর নিয়মিতভাবে নজরদারি চালানো উচিত তা না হলে ব্যাহত হবে এই উদ্যোগ। পুরসভার এই ভূমিকায় খুশি শ্রীরামপুরবাসী।
Views: 399