নিজস্ব প্রতিনিধি,কলকাতা-বাড়তি বেশ কিছুকে ছাড় দিয়ে বাংলায় বিধিনিষেধের মেয়াদ বাড়লো আগামী ১৫ ই জুলাই পর্যন্ত, যার মধ্যে অন্যতম সরকারি ও বেসরকারি বাস চলাচলে ছাড় দেওয়া হয়েছে। যদিও ১৫ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন বা মেট্রো চলবে না। সোমবার নবান্নে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণায় বাজার খোলার সময় বেড়ে হয়েছে সকাল ৬টা থেকে ১২ টা পর্যন্ত এবং অনান্য দোকান ১১টা থেকে ৮টা পর্যন্ত খোলা থাকবে।সরকারি ও বেসরকারি বাস চলাচলে ছাড় দেওয়া হলেও ৫০ শতাংশ যাত্রী নিয়েই সেই বাসগুলি চলবে, একইসাথে সেই বাসগুলির চালক, কন্ডাক্টরদের কে কোভিড টিকা নেওয়া থাকতে হবে৷ ছাড় দেওয়া হয়েছে অটো, টোটোকেও ।পাশাপাশি সকলের মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে ১লা জুলাই থেকে বিউটি পার্লার, সেলুন এবং জিম খোলার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে।জিমের ক্ষেত্রে সকাল ৬ টা থেকে ১০ টা এবং বিকেল ৪ টে থেকে ৮ টা পর্যন্ত খোলা যাবে।তবে, আগের মতোই রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবেনা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Views: 368