নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-সুপার ডিভিশনের ফাইনাল ম্যাচ শুরুর আগেই গোল পোষ্ট কেটে পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।হুগলীর শ্রীরামপুর স্টেডিয়ামের ঘটনাl শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ফুটবল বিভাগের সম্পাদক সুকান্ত মুখোপাধ্যায়ের অভিযোগ রাতের অন্ধকারে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে।যারা খেলা ও মাঠের উন্নয়ন চায়না।আমরা প্রশাসন কে জানিয়েছি।তবে একদিকের বার পোষ্ট রয়েছে।অন্যদিকে বাঁশের পোষ্ট তৈরি করে ফাইনাল খেলা হবেl বিশিষ্ট ফুটবলার সুকান্ত বন্দোপাধ্যায় এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেন এই মাঠের সাথে বহু খেলোয়ারের আবেগ জড়িত, বহু নামী ফুটবলার এই মাঠেই অনুশীলন করেছে, আমরা চাই এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি হোক।শ্রীরামপুরের পুরপ্রধান গিরীধারী সাহা বলেন,খুবই নিন্দনীয় ঘটনা।পুলিশ প্রশাসন কে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি।মহকুমা ক্রীড়া সংস্থার তরফে এ দিন শ্রীরামপুর পুরসভা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশl
Views: 27