নিজস্ব প্রতিনিধি,কলকাতা- মুর্শিদাবাদে পরপর দুই দিনে দুই প্রার্থীর মৃতুতে নড়েচড়ে বসলো কমিশন,তাই বাকি তিন দফার নির্বাচনে প্রচারের সময়সীমা কমলো একইসাথে নির্বাচন চলাকালীন কোভিড সতর্কতায় বাড়তি গুরুত্ব দেওয়া হল। শুক্রবার বিকালে জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যু হল করোনায়, একইভাবে গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের।পরপর দুদিন দুই প্রার্থীর মৃত্যুতে উদ্বিগ্ন রাজনৈতিক নেতারা।তাই শুক্রবার কলকাতায় আয়োজিত সর্বদল বৈঠকে বাকি তিন দফার ভোট একদিনে করার দাবী উঠলেও নির্বাচন কমিশন রাজি হয় নি, কমিশন জানিয়েছে নির্ঘণ্ট মেনেই হবে বাকি তিন দফার ভোট হবে। তবেকেনলমাত্র সন্ধে সাতটা থেকে সকাল ১০টা পর্যন্ত কোনও নির্বাচনী প্রচার করা যাবে না। একইসাথে প্রচারের সময়সীমা নির্বাচনের দিনের ৪৮ ঘন্টা আগের পরিবর্তে ৭২ ঘন্টা করা হয়েছে । স্বাবাবিকভাবেই সামশেরগঞ্জের মতো জঙ্গিপুর কেন্দ্রেও ভোট স্থগিত হয়ে গেল।পরে এই কেন্দ্রে ভোট হবে।
Views: 172