নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া- হুগলি জেলার অন্যতম প্রশাসনিক কেন্দ্র চুঁচুড়ার জেলা পরিষদ,বিগত পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে এই প্রশাসনিক ভবনের ক্ষমতায় আসে তৃনমূল, সহ-সভাধিপতি নির্বাচিত হন বলাগড় থেকে জিতে আসা সদস্য সুমনা সরকার।বিশেষ সুত্রে জানা যায় শুক্রবার সেই সহ-সভাধিপতির ঘরে তালা ঝোলাল তৃনমূল। প্রাথমিক কারন হিসাবে জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে সারা রাজ্য জুড়ে যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান চলছিলো,সেই হাওয়াতে ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখান সুমনা দেবী, সেই সময় অনেকেই বলেছিলেন তিনি বলাগড় বিধানসভায় তৃণমূলের টিকিট না পেয়ে দল ছেড়েছেন। পাশাপাশি টিকিট নিশ্চিত করেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু বিজেপির টিকিট ঘোষনার পর দেখা যায় সুমনার ভাগ্যে শিঁকে ছেড়েনি। তবে এরপর থেকে গোটা নির্বাচনী প্রক্রিয়ায় সুমনাকে কোন পক্ষের হয়েই রাস্তায় নামতে দেখা যায়নি। এবারে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর জেলা পরিষদে সুমনার ঘরে তালা পরলো। স্বাভাবিকভাবেই তৃণমূলের দিকেই অভিযোগ উঠেছে।উল্লেখ্য একইভাবে বিধানসভা নির্বাচনের আগে হুগলী জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা কর্মাধ্যক্ষ সমীরন মিত্র বিজেপিতে যোগদান করেন। দিন কয়েকের মধ্যেই জেলা পরিষদে সমীরন বাবুর ঘরে তালা পরে যায়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তা নিয়ে তখন বেশ শোরগোল পরেছিলো।এরপর শুক্রবারের এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে অফিসের অনান্য কর্মীরা।জেলা পরিষদের কর্মাদক্ষ মনোজ চক্রবর্তী জানান যারা দলের টিকিট পেয়ে জিতে অন্য দলে চলে যায়,আমার মনে তারা সেই দলে গিয়ে ভালো থাকুক, তাই সম্ভবত অনান্য সদস্যরা ক্ষুব্ধ হয়ে তালা দিয়েছে। যদিও এবিষয়ে সুমনা সরকারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
Views: 583