নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-ভাই ও বোনের মধ্যে বন্ধনের সম্পর্ক কে মজবুত করতে বাংলা জুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসবl সেই উৎসবে সামিল হল “হুগলি প্রেস ক্লাব”l এদিন শ্রীরামপুরে ক্লাব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুর ও চাঁপদানির বিধায়ক ডাঃসুদীপ্ত রায় ও অরিন্দম গুইনের হাতে রাখী বন্ধনর মধ্যে দিয়ে সূচনা হল এদিনের অনুষ্ঠানl সাংবাদিক বন্ধু ও তাদের পরিবারের বন্ধনে আবদ্ধ হলেন অতিথিরাl একইসাথে এদিনের অনুষ্ঠানে শ্রীরামপুর পুরসভার প্রশাসক গৌরমোহন দে, শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস, বিশিষ্ট চিকিৎসক প্রদীপ কুমার দাস সহ উপস্থিত ছিলেন বিশিষ্টরাl সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কর্মসূত্রে রাজনীতিবিদ ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক, রাখী বন্ধনের এই বিশেষ দিনে সেই বন্ধন আরো মজবুত হলোl বিধায়ক সুদীপ্ত রায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেনl লাল, নীল, হলুদ সহ রংবেরঙের রাখীর সাথে মিষ্টিমুখে জমজমাট হয়ে উঠলো ক্লাব প্রাঙ্গণl


Views: 170