নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-জলের আরেক নাম জীবন, সেই পানীয় জলের প্রয়োজনে স্কুলের ছাত্রদের সুবিধার্থে স্কুল প্রাঙ্গণে সূচনা হল একটি নলকূপl স্বাধীনতা দিবসে শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই নলকূপের আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়।স্কুলের প্রাক্তন শিক্ষক দেবাশীষ কুন্ডু লক্ষাধিক টাকা দান করেন এই নলকূপ নির্মানে। মূলত গত কয়েক বছর আগে […]