নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-পুর এলাকায় একশো শতাংশ টিকাকরণের লক্ষ্যে শ্রীরামপুর পুরসভার উদ্যোগে শুরু হলো দুয়ারে ভ্যাকসিন কর্মসূচিl শুক্রবার শ্রীরামপুরের ১৫ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির সূচনা করেন শ্রীরামপুরের পুর প্রশাসক গৌরমোহন দে l বিগত বেশ কিছুদিন ধরেই ভ্যাকসিন প্রক্রিয়া কাজ চললেও অসুস্থ এবং বয়স্ক মানুষরা টিকাকরণ কেন্দ্রে পৌঁছাতে না পারার কারণে অনেক পুরবাসী টিকা নিতে পারেনি, তাদের সুবিধার্থে শ্রীরামপুর পুরসভার এই উদ্যোগ, যা আগামী দিনে শ্রীরামপুরের বাকি পুর এলাকায় এই প্রক্রিয়া চলবেl প্রশাসক গৌরমোহন দে জানান তাদের লক্ষ্য আগামী দিনে পুর এলাকার প্রতিটি নাগরিককে টিকাকরণ নিশ্চিত করা l পুরসভার এই পরিষেবায় খুশি স্থানীয় বাসিন্দারাl এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর ঝুমা শীল,পুর প্রশাসক মন্ডলীর সদস্য সুপ্রীতি মুখার্জি, এই ওয়ার্ডের সভাপতি নির্মল শীল, পুরসভার নোডাল অফিসার শৌভিক পান্ডা সহ অনান্য পুর কর্মীরা l
Views: 323