নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-জীবন বীমা….. মানুষের অন্যান্য দৈনন্দিন পরিষেবা মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণএকটি পরিষেবা, যে পরিষেবার অন্যতম মাধ্যম জীবন বীমা প্রতিনিধিরা l সেই জীবন বীমার সার্বিক উন্নয়নে আন্দোলনের পথে নামলো ভারতীয় জীবন বীমা নিগমের, শ্রীরামপুর শাখার বীমা প্রতিনিধিরা। মূলত পলিসি গ্রাহকদের বোনাস বৃদ্ধির দাবী, জিএসটি বাতিল, এজেন্টদের কমিশন বৃদ্ধি, গ্যাচুইটি বৃদ্ধি সহ কয়েক দফাদাবীতে সোমবার সারাদিন ধরে অফিস চত্বরে ধর্না ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আন্দোলনে সামিল হলো এখানকার বীমা প্রতিনিধিরা।
“লিয়াফি” সংগঠনের শ্রীরামপুর শাখার সম্পাদক সুবীর সাহা জানান একদিকে জীবন বীমা গ্রাহকদের অন্যদিকে এজেন্টদের সার্বিক উন্নয়নে বেশ কিছুদিন ধরে তারা আন্দোলন করছেন, অবিলম্বে সেই দাবীগুলি কার্যকর করার দাবীতে সারাদেশ জুড়ে চলা এই বিক্ষোভে তারাও সামিল হয়েছেন, তারা চায় এলআইসি কর্তৃপক্ষ অবিলম্বে বিষয়টি গুরুত্ব দিক, তা না হলে আগামী দিনে আন্দোলন বৃহত্তর হবে। গ্রাহক অমল চ্যাটার্জি জানান জীবন বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই বীমাতেও যদি নিরাপত্তার অভাব মনে হয় তা যথেষ্ট চিন্তার বিষয়, আমরা চাই সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে খতিয়ে দেখুক জীবন বীমা কর্তৃপক্ষ। যদিও বীমা প্রতিনিধিদের আন্দোলনে কতটা সুফল মেলে, তা হয়তো বলবে সময়।
Views: 325