নিজস্ব প্রতিনিধি,খানাকুল-জ্যান্ত কই মাছ মুখে নিয়ে খেলা দেখাতে গিয়ে মৃত্যু এক ব্যক্তির, মৃতের নাম রতিকান্ত ভুঁয়েl হুগলীর খানাকুলের নতিবপুর এলাকার ঘটনা l বুধবার দুপুরে পুকুরে স্নান করতে গিয়ে একটি কই মাছ মুখে নিয়ে দেখাচ্ছিলেন পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে,তারপর সেই মাছ মুখে নিয়ে জলে ডুবে দিলে বেশকিছুক্ষন হয়ে গেলেও না ওঠায় খোঁজা খুঁজি করে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়l পরে পরিবারের লোকজন চিকিৎসার জন্য স্থানীয় নতিবপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় অন্য হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেlস্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়l
Hits: 297
Spread the love