নিজস্ব প্রতিনিধি,চন্দননগর-পুরনিগমের ভোটে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হল। শুক্রবার চন্দননগরের ৩১নম্বর ওয়ার্ডে আয়োজিত এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। চন্দননগর শহরে উন্নয়নের লক্ষ্যে তৈরী এই ইস্তেহারকে মোট ১০ভাগে বিভক্ত করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে চন্দননগরের ১০ দিগন্ত। নিকাশি ও নর্দমা ব্যাবস্থা, সড়ক পরিকাঠামো, জল সরবরাহ, নির্মল চন্দননগর, নাগরিক বান্ধব চন্দননগর, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যান, প্রশাসনিক প্রক্রিয়া এবং সংস্কৃতি পর্যটন এই দশটি ধারায় আগামীদিনে চন্দননগরের উন্নয়নকে রূপ দেওয়ার কথা ঘোষনা করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
Views: 60