নিজস্ব প্রতিনিধি, চন্দননগর-শ্রমিক ও মালিক অসন্তোষের জেরে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দিল কর্তৃপক্ষl হুগলির চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলের ঘটনা।ফলে কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। অভিযোগ গত কয়েকদিন ধরে উৎপাদন বাড়ানো নিয়ে বিবাদ চলছিল শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষর সাথে,কোম্পানির দাবি ৭০০ বেল্ট প্রোডাকশন দিতে হবে।শ্রমিকেরা এই দাবি মানতে চায়নি।এরপর লেবার অফিসারের সঙ্গে মিটিং হয় কিন্তু কোনো সুরাহা না হওয়ায় আজ সকালে হঠাৎ কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষl যদিও এবিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোন প্রতিক্রিয়া দেয় নিলা উল্লেখ্য প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর গত ১ নভেম্বর খুলেছিল এই জুটমিল।স্বাভাবিকভাবেই ফের মিলটি বন্ধ হওয়ায় হতাশ শ্রমিকমহলl
Hits: 113
Spread the love