নিজস্ব প্রতিনিধি, ডানকুনি- নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চায়ের দোকানে ঢুকে পড়লে মৃত ৩, আহত ৪l হুগলির ডানকুনি মোল্লাবেরে দিল্লী রোডের ঘটনাl স্থানীয়দের অভিযোগ থেকে বর্ধমান গামী একটা ম্যাটাডোর দ্রুতগতিতে যাবার সময় রাস্তার পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পড়ে ঘটনাস্থলে ২জনের মৃত্যু হয়, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো ১জনের মৃত্যু হয়l আহতরা শ্রীরামপুর হাসপাতালে ভর্তিl স্থানীয়দের দাবী বৃহস্পতিবার সকালে দিল্লী রোডের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল কয়েকজন। সেই সময় এই ঘটনাl ডানকুনি থানার পুলিশ গিয়ে হত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।মৃতদের নাম আব্দুল খালেক(৭১),মিন্টু বাগ(৪৪), জুম্মান মল্লিক(৭৫)
Views: 9436