নিজস্ব প্রতিনিধি, ডানকুনি-নিখোঁজ হওয়া দুই যুবকের সন্ধানে পুলিশ l হুগলি ডানকুনি এলাকার ঘটনা l অভিযোগ বর্ধমানের জামালপুর এলাকার দুই বাসিন্দা ব্যবসার কারণে কলকাতায় গাড়ি নিয়ে মাঝেমধ্যেই যাতায়াত করেlকিন্তু গত ৪ তারিখ থেকে তারা নিখোঁজ হয়ে যায়l নিখোঁজ যুবকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে জামালপুর থানার পুলিশ তদন্তে নেমে তিনজনকে আটক করে, তাঁদের জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে তাঁদের কে খুন করে ফেলে দিয়েছে ডানকুনির পচা খালেl সেইমতো বৃহস্পতিবার সকাল থেকেই ডানকুনির পচা খাল পরিষ্কার করে শুরু হয়েছে তল্লাশির কাজl
Hits: 242
Spread the love