নিজস্ব প্রতিনিধি,ডানকুনি- হুগলি জেলার অন্যান্য পুরসভার মত ডানকুনির পুরসভার প্রশাসক মন্ডলীতে ঘটলো রদবদল। বৃহস্পতিবার রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তরের বার্তা অনুযায়ী এই পুরসভার নতুন পুর প্রশাসক হলেন অচিন্ত্য কর্মকার। এই পুরসভার দীর্ঘদিনের পুরপ্রধান হাসিনা শবনমের পরিবর্তে এলেন অচিন্ত্য বাবু। উপ প্রশাসক হলেন পীযূষ কান্তি পান। মূলত বিধানসভা নির্বাচনের আগে এই পুরসভার উপ পুরপ্রধানের দায়িত্বে থাকা দেবাশীষ মুখার্জী পুরপ্রধান হাসিনা শবনমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করেন তার পদ থেকে এবং দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দেয়। একই দাবি তুলে এই পুরসভার কো-অর্ডিনেটর কৃষ্ণেন্দু মিত্র যোগ দেয় বিজেপিতে। স্বাভাবিকভাবেই পুরসভার এই পরিবর্তনে রাজনৈতিক জয় হল বলে মনে করেন প্রাক্তন উপ পুরপ্রধান তথা বর্তমানে ডানকুনির অন্যতম বিজেপি নেতা দেবাশীষ মুখার্জী। তাঁর দাবি তার দল পরিবর্তনের অন্যতম কারণ ছিল এই পুরপ্রধানের দ্বায়িত্বে থাকা হাসিনা শবনমের দুর্নীতির বিরুদ্ধে আন্দলন , এতদিন পর এই পরিবর্তনে আমি মনে করি ডানকুনির মঙ্গল হবে যদিও তার আন্দোলনের জয় এলেও ভবিষ্যতে তাহলে তিনি কি ফিরবেন পুরনো দলে ? এই প্রশ্নের উত্তর পরিষ্কার না করলেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
Views: 215