নিজস্ব প্রতিনিধি,হুগলি-ট্রেনে ওঠা হকারদের জরিমানা করায়, প্রহৃত দুই আরপিএফ কর্মী। হুগলির হাওড়া বর্ধমান মেন শাখার বৈঁচিগ্রাম রেল স্টেশনের ঘটনা ।পাশাপাশি হকাররা বেশ কিছুক্ষণ অবরোধ করেl অভিযোগ ব্যান্ডেল স্টেশনে দুপুরে আপ হাওড়া-বর্ধমান লোকাল ব্যান্ডেলে ঢুকতেই কামরায় ওঠে আরপিএফের বিশেষ হকার প্রতিরোধ বাহিনী। কোভিড আবহে বেআইনিভাবে ট্রেনে হকার ওঠায় জরিমানা করা শুরু হয়। হকার প্রতিরোধ বাহিনী জরিমানার মুখে পরলে বাহিনীর সাথে বচসায় জড়িয়ে পরে তারা । ট্রেন বৈচিগ্রামে ঢুকতেই বাহিনীর দুই কর্মী নীল সাকেত কুমার ও সঞ্জয় রায়কে ট্রেন থেকে নামিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ পাশাপাশি দীর্ঘক্ষণ ট্রেন অবরোধ শুরু করে হকাররা। পরে পুলিশের বিশাল বাহিনী গিয়ে অবরোধ তুলে দেয়।যদিও সর্বশেষ খবর অনুযায়ী এই ঘটনায় কেউ গ্রেফতার হয় নি।
Hits: 158
Spread the love