নিজস্ব প্রতিনিধি,ভদ্রেশ্বর-রান্নার গ্যাস সিলিন্ডার বাস্ট করে আহত ৫। আহতদের মধ্যে এক শিশু সহ তিনজনের অবস্থা গুরুতর। আহতরা চুচুড়া হাসপাতালে ভর্তিl শুক্রবার হুগলির ভদ্রেশ্বরের পাইকপাড়ায় ঘটনাl অভিযোগ ফিরোজ খান তার নিজের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার এ গ্যাস ভরার কাজ করত, সেই গ্যাস ভরার সময় হটাৎ বিকট আওয়াজ করে বাষ্ট করে সিলিন্ডার। এই ঘটনায় বাড়ির আসবাব পত্রের ক্ষতি হয়l এই ঘটনায় বাড়ির আসবাব পত্রের ক্ষতি হয়। ঘটনাস্থলে দমকল বিভাগের একটি ইঞ্জিনের পাশাপাশি আসে পুলিশ কর্মীরা।কিভাবে এই ঘটনা তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানা।

Hits: 582
Spread the love