নিজস্ব প্রতিনিধি,শেওড়াফুলি-স্বাধীনতা দিবসের বিশেষ দিনটি প্রতিবছরই ধুমধাম করে পালন করে বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা, কিন্তু কোভিড পরিস্থিতিতে এবারের স্বাধীনতা দিবস পালন করল মহিলাদের সম্বর্ধনার মাধ্যমে একই সাথে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। শেওড়াফুলির রাজ মাঠে আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন। অন্যদিকে এই ওয়ার্ডের কয়েকশো পরিবারের বাড়িতে গিয়ে মহিলাদের সম্বর্ধনা জানান ওয়ার্ডের তৃণমূল কর্মীরা।
বৈদ্যবাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ও জেলা তৃণমূল কংগ্রেসের ক্রীড়া সেলের সভাপতি সুবীর ঘোষ জানান প্রজাতন্ত্র দিবসের বিশেষ দিনটিতে প্রতিবছর বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি এলাকার মহিলাদের সম্বর্ধনা জানানো হয় কিন্তু কোভিড বিধি-নিষেধের কারণে বড় ধরনের অনুষ্ঠান না করে রক্তদান শিবিরের পাশাপাশি মহিলাদের বাড়িতে গিয়ে তাদের হাতে উপহার সামগ্রী, ফুল এবং মিষ্টি তুলে দেয় আমাদের কর্মীরা, একইসাথে এই কঠিন পরিস্থিতিতে রক্ত সংকট চলছে তাই সংকটজনক রোগীদের কথা মাথায় রেখে এই রক্তদান শিবিরের আয়োজন। আমাদের উদ্দেশ্য স্থানীয়দের পাশে থাকা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক, তৃণমূল কংগ্রেসের ক্রীড়া সেলের চেয়ারম্যান বাবুন ব্যানার্জি,উপ পুর প্রশাসক মহুয়া ভট্টাচার্য, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর পাল,তৃনমূল যুব কংগ্রেসের সভানেত্রী রুনা খাতুন সহ অন্যান্যরাl
Views: 193