নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া-বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কিন্তু দলনেত্রী হেরে যাওয়ায় ব্যথিত তৃণমূল নেতৃত্ব l কিন্তু ফের উপনির্বাচনে হতে চলেছে আগামী ৩০ শে সেপ্টেম্বর এবং এই উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে তৃনমূল প্রার্থী হচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভোটে দলনেত্রী যাতে বিপুল ভোটে জয়ী হয় তার জন্য বাড়িতে হলো যজ্ঞl চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কৌশিকী অমাবস্যা উপলক্ষে সোমবার নিজের বাড়িতেই করলেন বিশেষ যজ্ঞl পরিবারের সকল কে সাথে নিয়ে এই পুজোপাঠ হয়l বিধায়ক অসিত মজুমদার জানান সকলের মঙ্গলের জন্য পুজোর পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে যাতে লক্ষাধিক ভোটে জেতে তার জন্যই এই বিশেষ যজ্ঞl
Hits: 101
Spread the love