নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর-সামাজিক দূরত্ব বিধি ভুলে গিয়ে কোভিড টিকার জন্য দৌড় প্রতিযোগিতায় সামিল হল সিঙ্গুরের বাসিন্দারাl হুগলির সিঙ্গুরের গ্রামীণ হাসপাতালের ঘটনাl গ্রামবাসীদের অভিযোগ সোমবার সকালে হঠাৎই ফোনে মেসেজ আসে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ,সেইমতো গ্রামবাসীরা টিকা নিতে ভিড় করে হাসপাতালেl যে আগে যাবে সেই পাবে এই আশায় শুরু হয়ে যায় দৌড় প্রতিযোগিতাlতারপর দাঁড়িয়ে থাকা বাসিন্দা ও হাসপাতাল কর্তৃপক্ষর সাথে শুরু হয় বচসা,পরে সিঙ্গুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেl টিকা নিতে আসা বাসিন্দাদের দাবী এসে ফিরে যেতে হচ্ছে, আবার কবে পাবো জানিনাlএবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবিষয়ে কিছু বলতে চায় নিl
Views: 234