নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া-বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিবাদের জেরে খুন এক প্রৌঢ়। হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগর পশ্চিমপাড়া লাইনপার এলাকার ঘটনা। মৃত ওই ব্যাক্তির নাম মহাদেব হালদার(৬৮)। অভিযোগ প্রতিবেশী স্বপন হাওলাদারের সাথে মাঝেমধ্যেই বিবাদ চলছিলl বুধবার বাড়ির কাছেই মহাদেবের পিছু নেয় স্বপনl তারপর হুগলি ও চুঁচুড়া স্টেশনের মাঝে লাইনের ধারে কাটারি দিয়ে তার ঘারে কোপ মারেl ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর স্বপন খুন করার পর পালিয়ে থানায় গিয়ে আত্মসমর্পন করে।স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়l
Hits: 291
Spread the love