নিজস্ব প্রতিনিধি, কলকাতা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন,যার জেরে সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা অবধি প্রচার করতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর দুটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। একটি ছিল বাহিনীকে ঘিরে রাখার মন্তব্য এবং অন্যটি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সংক্রান্ত বিষয়। যে কারনে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী কে শোকজ করে যদিও গত ৯ তারিখ সেই শোকজের জবাব দেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই জবাব সন্তোষজনক না হওয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই পদক্ষেপ। যদিও কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল নেতৃত্ব যথেষ্ট ক্ষুব্দ, প্রতিবাদে আগামীকাল দুপুর ১২ টায়কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন বলে মুখ্যমন্ত্রীর টুইটারে জানিয়েছেন। স্বাভাবিকভাবেই নির্বাচনের এই সময়কালে এই খবর যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সারা বাংলায়।
Views: 30