নিজস্ব প্রতিনিধি,রিষড়া-একটা সময় গুটি কয়েক ছাত্র নিয়ে স্বপ্ন দেখেছিলেন একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের, তাঁর সেই স্বপ্ন পূরণ হয়ে আজ সেই শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে হয়ে উঠেছে বাংলার অন্যতম।যে শিক্ষালয়ের অন্যতম পথ প্রদর্শক স্বামী সোমানন্দ মহারাজের জন্ম শতবার্ষিকী পালিত হল স্কুল প্রাঙ্গণে। রিষড়ার মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠের উদ্যোগে সোমবার একইসাথে পালিত হল মাহেশ শ্রীরামকৃষ্ণ লাইব্রেরীর হীরক জয়ন্তী বর্ষ।
অনুষ্ঠানের প্রথমার্ধে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মাহেশ শ্রীরামকৃষ্ণ গ্রন্থাগার পাঠকক্ষের উদ্বোধনের পাশাপাশি স্বামী সোমানন্দ মহারাজের আবক্ষ মূর্তির উন্মোচন হয়, পরে সারদা মন্ডপে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় স্বামী সোমানন্দ মহারাজের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান। বিশিষ্ট অতিথিদের বরণের পাশাপাশি স্বামী সোমানন্দ মহারাজের স্মারক গ্রন্থ “সংকল্পের” উদ্বোধন হয় একইসাথে সাংস্কৃতিক ও আলোচনা মূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশিষ্ট অতিথিরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুইন, রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, ব্যারাকপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সহ-সম্পাদক স্বামী বলবেদানন্দজী, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠের সম্পাদক স্বামী শিবেশানন্দজী, হুগলি জেলা গ্রন্থাগার আধিকারিক ডক্টর ইন্দ্রজিৎ পান, মাহেশ শ্রীরামকৃষ্ণ গন্থাগারের সম্পাদক বাদল ভট্টাচার্য্য সহ স্কুলের অনান্য শিক্ষক ও শিক্ষিকা ও স্কুলের ছাত্র ছাত্রীরা । এদিনের অনুষ্ঠানে স্বামী সোমানন্দ মহারাজের কর্মজীবন, তাঁর দিশা উঠে আসে অতিথিদের আলোচনায়।
Views: 111