নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-সময়ের সাথেই চিকিৎসা বিজ্ঞানে প্রতিনিয়ত বাড়ছে নতুন নতুন তথ্য, তেমনিই বাড়ছে অজানা বহু রোগ। যা হয়তো চিকিৎসকদের কাছে জানা যেমন জরুরী তেমনই রোগীদের। সার্বিক সেই প্রচেষ্টায় শ্রীরামপুরের আইএম এ ভবনে অনুষ্ঠিত হলো “সিমাকন ২০২৩”। সম্প্রতি বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এ দিনের অনুষ্ঠান l যে অনুষ্ঠানের অন্যতম আলোচনার বিষয়বস্তুতে উঠে আসে মিউজিক্যাল থেরাপি, শিশুদের টিকাকরণ, ফ্যাটি লিভার কিংবা ক্যান্সার সহ বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।
এদিনের অনুষ্ঠানে চিকিৎসক অজিত ভট্টাচার্য,পার্থ মুখার্জী, সঞ্জয় মুখার্জি সহ অন্যান্যরা তুলে ধরেন বিভিন্ন তথ্য। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের দাবী এই অনুষ্ঠানে আলোচিত চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য আগামী দিনে রোগ সতর্কতায় সাহায্য করবে।
সংস্থার সভাপতি চিকিৎসক প্রদীপ কুমার দাস জানান সপ্তম বার্ষিকী এই অনুষ্ঠান চিকিৎসক ও রোগীদের উভয়ের ক্ষেত্রেই তথ্য আদান-প্রদানের একটা গুরুত্বতম ক্ষেত্র l কারন এই আলোচনার ফলে একদিকে চিকিৎসকরা দৈনন্দিন বিভিন্ন সমস্যা সম্পর্কে যেমন জানতে পারে একইসাথে রোগীরাও বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হতে পারে, যা আগামী দিনে চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে l স্বাভাবিকভাবেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজনে খুশি শ্রীরামপুরবাসী।
Views: 41