নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি-শৈব তীর্থ তারকেশ্বর, শ্রাবণী মেলা উপলক্ষে যে তারকেশ্বর হয়ে ওঠে জমজমাট। অনান্য বছরের মতই এ বছরও শ্রাবণ মাসের শুরু থেকে তারকেশ্বরে যাওয়া পুণ্যার্থীদের ঢল নেমেছে। বিশেষ করে সপ্তাহের শনি ও রবিবার পুর্নার্থীদের ভিড়ে বাড়তি সতর্কতা নিতে হয়েছে প্রশাসনকে। তাদের পাশে থাকতেই জয়হিন্দ বাহিনীর উদ্যোগে শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে তৈরি হয়েছে “জলছত্র”-র।

শনিবার এই “জলছত্র” শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো সহ অন্যান্যরা অনান্য পুরসদ্যস্যরা। এদিনের শিবির থেকে তারকেশ্বরে যাওয়া পূণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবারের প্যাকেট।পাশাপাশি ব্যবস্থা করা হয় মেডিকেল ক্যাম্পেরও।

মুলত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুর্নার্থী শেওড়াফুলি স্টেশনে নেমে নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে হাঁটা পথে যাত্রা শুরু করে তারকেশ্বরের উদ্দেশ্য পুর্ণলাভের আশায়।জয় হিন্দ বাহিনীর হুগলি জেলা সভাপতি তথা বৈদ্যবাটি পুরসভার পুর পারিষদ সুবীর ঘোষ জানান প্রতিবছরই এই ধরনের জলছত্রের উদ্যোগ নেওয়া হয়,পুণ্যার্থীদের এই দীর্ঘ পথে পাশে থাকতেই তাঁদের এই জলছত্রের উদ্যোগ।এই ধরনের উদ্যোগে খুশি তারকেশ্বর যাওয়া পূন্যার্থীরা।

Views: 53