নিজস্ব প্রতিনিধি, বৈদ্যবাটি-শীতের আবহে ফুটবল প্রতিযোগিতায় জমজমাট হয়ে উঠল বৈদ্যবাটির জাগৃতি সংঘের মাঠ।হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো একদিনের আমন্ত্রণ মূলক নকআউট ফুটবল প্রতিযোগিতা l যে প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করেl যে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সহ বিশিষ্টরা l সংগঠনের সম্পাদক অরূপ মাঝি জানান ১৪ নম্বর ওয়ার্ডের চারটি দলের পাশাপাশি পুর এলাকার চারটি দলসহ মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়, মুলত ফুটবল খেলা কি উৎসাহিত করতেই তাদের এই উদ্যোগ।পরে প্রতিযোগিতায় সফল দলের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্টরা।
Views: 64