নিজস্ব প্রতিনিধি, বৈদ্যবাটি- কৃতি ছাত্র-ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের পাশে থাকতে অভিনব উদ্যোগ বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পুর পারিষদ সুবীর ঘোষ। রবিবার তাঁর ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ৫০ জন ছাত্র ছাত্রীর বাড়িতে কর্মীদের সাথে নিয়ে গিয়ে সম্বর্ধনা দিলেন।

পুরপারিষদ তাদের হাতে স্মারক, উত্তরীয়, ফুল, কলম ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান। বাড়িতে পরিবারের সামনে এই সম্বর্ধনা পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা। কৃতিরা জানান পুর পারিষদের এই উদ্যোগে তারা খুশি একই সাথে তাদের দাবী সুবীর বাবু সারা বছরই পড়ুয়াদের বিভিন্ন সমস্যায় পাশে থাকেন তাই তার হাত থেকে এই উপহার পেয়ে খুব ভালো লাগছে।

পুরপারিষদ তথা হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ জানান প্রতিবছরই এই কর্মসূচি করে থাকি কারণ এই কৃতিরায় দেশের ভবিষ্যৎ, তাদের সাফল্যে আমরা গর্বিত। আমরা চাই এই কৃতিরা তাদের নিজেদের লক্ষ্যে আগামী দিনে এগিয়ে চলুক।পুরপারিষদের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।

Views: 82