নিজস্ব প্রতিনিধি,শেওড়াফুলি-উৎসবের আবহে বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে পালিত হলো প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানl এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়l এই বিশেষ দিনটিতে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এলাকার প্রায় তিন হাজার মহিলাদের সম্বর্ধনার পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতার, যে প্রতিযোগিতায় দু হাজারের বেশী ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেl […]