নিজস্ব প্রতিনিধি,কোন্নগর-দূষণ রোধে অন্যতম সচেতনতা, সেই সচেতনতার বার্তায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কোন্নগরে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। ওয়েস্ট বেঙ্গল স্টেট এন জি আর বি এ প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপ এবং ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি ও কোন্নগর পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের সচেতনতার বার্তা দেওয়া হলো। এদিন সকালে পরিবেশ রক্ষায় একটি র্যালি কোন্নগর শহর পরিক্রমা করে, যে র্যালিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

একইভাবে হাওড়ার জোনাকি নাট্যগোষ্ঠীর পরিচালনায় কোন্নগর উচ্চ বিদ্যালয়ের বিনোদ ভবনে গল্প বলার মাধ্যমে দূষণ সম্পর্কে সচেতন করা হয়। যে অনুষ্ঠানে কোন্নগর উচ্চ বিদ্যালয় এবং হিন্দু বালিকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে পাশাপাশি এদিন কোন্নগরের তিনটি ঘাট অর্থাৎ সাধুর ঘাট, বারো মন্দির ঘাট এবং মা মাটি মানুষের ঘাটে বিশেষ সাফাই অভিযান করেন পুরকর্মীরা। একই সাথে কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে পথনাটিকা এবং ওয়ার্কশপের মাধ্যমে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন করেন জোনাকি নাট্যগোষ্ঠী সংস্থার কর্মীরা।

পাশাপাশি একটি নাটকের মাধ্যমে দূষণ সচেতনতার বার্তা দেন পুরকর্মীরা। কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস জানান পরিবেশ দূষণ রোধে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতেই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান। এদিনের বিভিন্ন অনুষ্ঠানে পুরপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল,কোন্নগর পুরসভার পুর আধিকারিক, পুর সদস্যদের পাশাপাশি সমাজের বিশিষ্টরা।

Views: 34