সংবাদদাতা- প্রয়াত হলেন ভারতীয় চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। বুধবার সকালে সাতটা নাগাদ মুম্ববইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ততাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচিত্র জগৎ থেকে তাঁর অনুরাগীদের মধ্যে। গত কয়েক দশক ধরে ভারতীয় সিনেমায় তাঁর অভিনয়ে মুগ্ধ করেছে দর্শকদের। উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘মুঘলে আজম’, ‘শক্তি’, ‘ক্রান্তি’, ‘দেবদাস’, এর মত সিনেমাগুলি। “পদ্মবিভূষণ”, “পদ্মভূষণ”, “দাদাসাহেব ফালকে” পুরস্কার প্রাপ্ত অভিনেতার মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ দেশের বিশিষ্টরা। সূত্র মারফত জানা গেছে বুধবার বিকেলে শেষকৃত্য হবে অভিনেতার। যদিও কোভিড পরিস্থিতির কারণে তাঁর ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত থাকবেন শেষকৃত্যে।
Views: 303