নিজস্ব প্রতিনিধি-শ্রীরামপুরে বাজার করতে আসা নিখোঁজ গৃহবধূর সন্ধান মিললো মুম্বাইে। দুই রাজমিস্ত্রির হাত ধরে একই বাড়ির দুই গৃহবধূ পাড়ি দিয়েছেন মুম্বাইে। গত বুধবার অর্থাৎ ১৫ই ডিসেম্বর বালির নিশ্চিন্দা থানা সাঁপুইপাড়া এলাকার বাসিন্দা কর্মকার পরিবারের দুই বউ অর্থাৎ বড় বউ অনন্যা কর্মকার এবং ছোট বউ রিয়া কর্মকার, সাত বছরের ছেলে আযুস কে সাথে নিয়ে শীতের পোষাক কিনতে শ্রীরামপুরে আসে বলে দাবি পরিবারের কিন্তু হঠাৎ তারা নিখোঁজ হয়ে যায়।এই পরিবারের অভিযোগের ভিত্তিতে বালির নিশ্চিন্দা থানার পুলিশ তদন্তে নামে, একইসাথে খোঁজখবর নিতে শুরু করে শ্রীরামপুর থানা। প্রাথমিক অবস্থায় পুলিশ শ্রীরামপুরের স্টেশন লাগোয়া এলাকার ফোনের লোকেশান পায়,পরে পুলিশ তদন্তে নেমে একটি ফোন নম্বর সন্দেহ হয়, সেই নম্বরটির সূত্র ধরে পুলিশ হদিস পায় এই গৃহবধূদের অবস্থান। কারণ ঘটনার দিন এই নম্বরটি থেকেই বেশ কয়েকবার ফোন এসেছিল বড় বউ অনন্যার ফোন নম্বরে। পুলিশ সেই সুত্র ধরে জানতে পারে নম্বরটি হল রাজমিস্ত্রী সুভাষের। জানা যায় তার বাড়ি মুর্শিদাবাদে। সেইমত গত রবিবার মুর্শিদাবাদের সুতি এলাকায় সুভাষের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় নিশ্চিন্দা থানার পুলিস। কিন্তু সেখানে গিয়েও তাঁদের কোনও খোঁজ মেলেনি কারণ জানা যায় সেখানে একদিন থাকার পর তারা মুম্বাইতে চলে গেছে। পুলিশ সুত্রে জানা গেছে কয়েক মাস আগেই কর্মকার বাড়ির সংস্কার হয়। সেই কাজ করার সময় এই দুই রাজমিস্ত্রি সুভাষ ও শেখরের সাথে ঘনিষ্ঠতা হয় দুই গৃহবধুর, সেখান থেকেই সম্পর্ক আরো ঘভীর হয় যদিও তাদের সাথে থাকা সাত বছরের ছেলে তাদের সাথে আছে কিনা তা পরিস্কার হয় নি। ইতিমধ্যেই তাদের সঠিক ঠিকানার সন্ধানে পুলিশের একটি টিম তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই এই ঘটনায় চিন্তিত কর্মকার পরিবার।
Views: 5387