নিজস্ব প্রতিনিধি-দেশজুড়ে কোভিড সংক্রমণের আতঙ্কের মধ্যেই নতুন ভাবে উদ্বেগ বাড়াচ্ছে ‘ব্ল্যাক ফাঙ্গাস কিংবা ‘মিউকরমাইকোসিস’ এর আক্রমন। ইতিমধ্যেই এই ছত্রাকের আক্রমনে দেশের বেশ কয়েকটি রাজ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে।এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই ‘ব্ল্যাক ফাঙ্গাস’কেও মহামারী আইনে নথিভুক্ত করার নির্দেশ দিল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। অর্থাৎ এবার থেকে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে কেন্দ্রের গাইডলাইন মেনে এই ছত্রাক জাতীয় রোগের চিকিৎসা করতে হবে। মূলত এই ছত্রাকের আক্রমনে চোখ,নাক, কান,গলার পাশাপাশি স্নায়ুর সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। যার মধ্যে ডায়াবেটিক আক্রান্ত রোগীদের এই ছত্রাকের সংক্রমনে আক্রান্ত হবার সম্ভবনা যেমন বেশি থাকছে একইসাথে কোভিড আক্রান্ত রোগীর দেহেও এই সংক্রমনের প্রভাব পরছে। ইতিমধ্যেই রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, বাংলা-সহ বেশ কয়েকটি রাজ্যে এই সংক্রমনের প্রভাব বেড়েছে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল তার চিঠিতে বলেছেন,এই ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমণকে অবিলম্বে মহামারী রোগ আইনে নথিভুক্ত করা হোক।অন্যদিকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সাথে অনান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক ছিল, যদিও বাংলার মুখ্যমন্ত্রী সেই বৈঠকে যোগ না দিলেও বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বৈঠকের আলোচনায় তিনি হতাশ, মুখ্যমন্ত্রী বলেন এই বৈঠকে কোভিড সমস্যা নিয়ে সেভাবে আলোচনা হয়নি একইসাথে দেশজুড়ে ‘ ব্ল্যাক ফাঙ্গাসের’ আক্রমন নিয়ে কোন দিশা দেখানো হয় নি, উল্লেখ্য বাংলায় ইতিমধ্যেই কয়েকজন এই সংক্রমনে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে স্বাস্থ্যদপ্তর সুত্রে, স্বাভাবিকভাবেই তিনি যথেষ্ট কুব্ধ।
Views: 426