নিজস্ব প্রতিনিধি, কলকাতা- কোভিড পরিস্থিতির কারণে বঙ্গবাসীর মতামত নিয়েই বাতিল হয়েছে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কয়েকদিন আগেই তা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বাতিল পরীক্ষার মূল্যায়ন কিভাবে হবে তা নিয়ে কৌতূহল ছিল বাংলার ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকদের। শুক্রবার সেই বাতিল হওয়া পরীক্ষাগুলির মূল্যায়ন কিভাবে হবে জানিয়ে দিলেন মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গাঙ্গুলী জানান নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল এবং দশম শ্রেণীর আভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই তৈরি হবে মাধ্যমিকের মার্কশীট যদিও কোনো পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে সে পরীক্ষায় বসতে পারবেন অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান ২০১৯ সালের মাধ্যমিকের চারটি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০শতাংশ, ২০২০ সালের বার্ষিক পরীক্ষার ৬০ শতাংশ এবং দ্বাদশ শ্রেণীর প্যাকটিক্যাল ও প্রোজেক্টের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে উচ্চ মাধ্যমিকের মার্কশীট।যদিও এক্ষেত্রেও কোনো পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে পরবর্তীকালে সে পরীক্ষায় বসতে পারবেন। জুলাইয়ের শেষের দিকে এই মূল্যায়নের ফলাফল ঘোষণা হতে পারে। যদিও এই মূল্যায়ন প্রক্রিয়ার ফলে সার্বিকভাবে কি পরিস্থিতি তৈরি হয় তা জানা যাবে ফলাফল ঘোষণায়।
Views: 121