নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- নিজস্ব ভাষা স্বীকৃতির দাবীতে আজ থেকে কয়েক দশক আগে একদল মানুষ রাস্তায় নেমে শুরু করেছিলো প্রতিবাদ, পরিনামে পুলিশের গুলিতে প্রাণ যায় ১১ জন আন্দোলনকারীর। আসামের শিলচরের সেই শহীদদের আন্দোলন ব্যর্থ হয়নি, অবশেষে স্বীকৃতি পেয়েছিল তাদের বাংলা ভাষা। ১৯৬১ সালের ১৯ মে সেই দিনটিকে স্মরণ করলেন শ্রীরামপুরের “আমরি বাংলা ভাষা সংগঠন”।
বৃহস্পতিবার সন্ধ্য্যয় শ্রীরামপুরের রায়ঘাট লাগোয়া ভাষা বাগানে গান, আবৃত্তি,স্বরচিত কবিতা পাঠের এর মধ্যে দিয়ে স্মরণ করলেন ভাষা আন্দোলনের শহীদদের। এদিনের অনুষ্ঠানে সংগীতশিল্পী মৃগনাভি চট্টোপাধ্যায়, কবি রাম কিশোর ভট্টাচার্য, আবৃত্তি শিল্পী দেবাশীষ ভট্টাচার্য্য , সমাজসেবী গৌতম সরকার সহ উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টরা।সংগঠনের অন্যতম সদস্য সমীর সাহা জানান নিজস্ব ভাষার স্বীকৃতি আদায়ে প্রাণ দিয়ে আসামের সেই শহিদরা আমাদের কাছে আজও দৃষ্টান্ত, কিন্তু বর্তমানে দৈনন্দিন জীবনযাত্রা পরিবর্তনের সাথে বাংলায় পরিবর্তন হচ্ছে প্রতিদিনের সংস্কৃতি ।হারিয়ে যাচ্ছে নিজস্ব বাংলা ভাষা, সেই ভাষাকে সম্মান জানাতেই এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট স্তরের বিশিষ্টরা।
Views: 386