নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-উপযুক্ত পরিকাঠামো এবং কাজের নির্দিষ্ট সময়ের দাবিতে এক আলোচনা সভায় অংশ নিলেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকরা। বৃহস্পতিবার শ্রীরামপুরের শিরিষতলায় এক অনুষ্ঠান ভবনে এই আলোচনা সভায় যোগ দেন এই ব্যাংকের বিভিন্ন শাখার আধিকারিকরা। যে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই আলোচনায় সঞ্জয়বাবু জানান ব্যাংক আধিকারিকরা আজ আতঙ্কিত, যার অন্যতম কারণ কাজের পরিকাঠামোর অভাবের পাশাপাশি কাজের সময় বাড়িয়ে মানসিক চাপ তৈরি করানো হচ্ছে,যার ফলে কর্মীরা শারীরিক এবং মানসিক সমস্যায় ভুগছেনl একই সাথে তার দাবি এই ধরনের সমস্যা তৈরি করে চেষ্টা চলছে বেসরকারি করনের,এরই প্রতিবাদে আমাদের আন্দোলন। একই সাথে তাদের দাবি অবিলম্বে শূন্য পথ পূরণের পাশাপাশি কাজের পরিবেশ ফিরে না এলে তারা আন্দোলনের পথে হাঁটবে।এদিনের আলোচনা সভায় সংগঠনের অভিজিৎ মন্ডল, অমিত দত্ত,দেবাশীষ মন্ডল সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।
Views: 51