নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-চিকিৎসক দিবসের বিশেষ দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো শ্রীরামপুর গার্লস কলেজে। শ্রীরামপুর আই এম এ শাখার উদ্যোগে এবং শ্রীরামপুর গার্লস কলেজের সহযোগিতায় এদিন কলেজের সেমিনার কক্ষে কিংবদন্তী চিকিৎসক ও পশ্চিমবঙ্গের রূপকার বিধান চন্দ্র রায়ের ১৪৩ তম জন্মবার্ষীকীতে শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনাসভায় যোগ দেন বিশিষ্টরা। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. সোমা রায়, বিশিষ্ট আইনজীবী কৌশিক চট্টোপাধ্যায়, আই এম শ্রীরামপুর শাখার সভাপতি চিকিৎসক প্রদীপ কুমার দাস, বিশিষ্ট শল্যচিকিসক অমলেন্দু মুখার্জী, মণিকমল হাসপাতালের ভাইস চেয়ারপার্সন পলাশপ্রিয়া মুখোপাধ্যায় সহ কলেজের অনান্য অধ্যাপক-অধ্যাপিকার পাশাপাশি ছাত্রীরা। স্বাগত ভাষণ দিয়ে ডা. বিধান চন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ ড. সোমা রায়। তারপরে কলেজের দুই ছাত্রী ডা. বিধান চন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

চিকিৎসক প্রদীপ কুমার দাস বিভিন্ন দেশে ও এদেশের চিকিসক দিবসের তাৎপর্য বর্ণনা করেন। শল্যচিকিৎসক অমলেন্দু মুখার্জী ডা. রায়ের বেশকিছু অত্যাশ্চর্য চিকিৎসার কথা তুলে ধরেন একইভাবে পলাশপ্রিয়া মুখার্জী তার বক্তব্যর মধ্য দিয়ে বিধান চন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।পরে চিকিৎসক প্রদীপ কুমার দাস স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পানীয় জলে আর্সেনিক গ্রহণের ফলে যে সমস্ত শারিরীক ও মানসিক বিপত্তি দেখা দেয় সেই বিষয়ে অডিও-ভিস্যুয়াল ছবির মাধ্যমে আলোকপাত করার সাথেই আর্সেনিক প্রতিকার সম্বন্ধে বিশদে আলোচনা করেন। অধ্যাপক শ্যামল দরিপার সঞ্চালনায় এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে প্রানবন্ত।

Views: 44