নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি-দুয়ারের সরকার কর্মসূচির বিভিন্ন প্রকল্পের ছোঁয়া এবার গণেশ পুজোতেl হুগলির বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে অভিনব এই গণেশ পুজোl যে পুজো মন্ডপের বিভিন্ন অংশে দুয়ারে সরকার কর্মসূচির অন্তর্গত স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রুপশ্রী প্রকল্পগুলো স্থান পেয়েছেl তেমনই ঠাকুরের চাঁদমালাতে স্থান পেয়েছে সরকারি প্রকল্পেরl বৈদ্যবাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ জানান পুজো মানেই মানুষের সাথে মেলবন্ধন এবং দুয়ারে সরকার প্রকল্প গুলিও মানুষের জন্য,তাই পুজোর মাধ্যমে সরকারি প্রকল্পগুলির বার্তা দিতে এই উদ্যোগ পাশাপাশি পুজোর মাধ্যমে প্রার্থনা জানালাম মুখ্যমন্ত্রী যাতে বিপুল ভোটে জয়ী হওয়ারlপুজোর মধ্যে দিয়ে অভিনব এই প্রচারে খুশী এলাকাবাসীl
Hits: 173
Spread the love