নিজস্ব প্রতিনিধি,শেওড়াফুলি-অনুষ্ঠান নিয়ে আসে মানুষের মধ্যে মেলবন্ধন এবং তা পূরণের লক্ষ্যে বৈদ্যবাটির ১০ নন্বর ওয়ার্ডে পালিত হল বাত্সরিক অনুষ্ঠান। বৈদ্যবাটি পুরসভার পুরপারিষদ তথা হুগলি জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের উদ্যোগে ও ১০ নং তৃণমূল কংগ্রেস কমিটি ও জয় হিন্দ বাহিনীর পরিচালনায় শনিবার এক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বসে আঁকা প্রতিযোগিতা, মহিলাদের সম্বর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৈদ্যবাটির পুর এলাকার কয়েকশো প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপদানি বিধানসভার বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অরিন্দম গুঁইন, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিল্পী চ্যাটার্জী, হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্বুদ্ধ দত্ত, বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো,কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব, শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিসন্তোষ কুমার সিং, রানাঘাটের বিখ্যাত গায়িকা রানু মন্ডল মহাশয়া সহ বিশিষ্টরা।
অনুষ্ঠানের উদোক্ত্যা সুবীর ঘোষ জানান দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান করে আসছি, মানুষের সহযোগিতায় এই অনুষ্ঠান সার্থক রুপ পেয়েছে। আমাদের লক্ষ্য আগামিদিনে এই অনুষ্ঠান সঠিকভাবে রুপায়ন করা। পুর পরিষদের এই উদোগ্যে খুশি স্থানীয় বাসিন্দারা।
Views: 27