নিজস্ব প্রতিনিধি,হুগলি-ডানকুনি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র l রাজ্য পুলিশের এস টি এফ ও ডানকুনি থানার পুলিশের যৌথ উদ্যোগে রবিবার রাতে ডানকুনির টোলপ্লাজা এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে চল্লিশটি পাইপ গান এবং বেশ কয়েক রাউন্ড গুলিl পুলিশ সূত্রে জানা গেছে গাড়িটি বিহারের মুঙ্গের থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলl গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে তল্লাশি চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেl ঘটনায় গ্রেফতার ৩l ধৃতরা হলেন ইমতিয়াজ আহমেদ,মহ সাগির ও হাসিনা বেগম l এরা সকলেই কলকাতার বাসিন্দাl ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেl পুজোর পরে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে কাদের দেবার উদ্দেশ্যে যাচ্ছিল এবং এই চক্রে কারা জড়িত রয়েছে তারই তদন্তে নেমেছে পুলিশ l
Views: 688