নিজস্ব প্রতিনিধি,কলকাতা-বিশেষজ্ঞদের ইঙ্গিত পুজোর সময় তৃতীয় ঢেউের সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবেই কোভিড বিধি মেনেই পুজোর আয়োজনের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটি গুলির সাথে রাজ্য প্রশাসনের বৈঠকে মুখ্যমন্ত্রী একথা জানান। একই সাথে বারোয়ারী পুজো কমিটিগুলির আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে গতবারের মতো এবারেও রাজ্য সরকার নথিভুক্ত পুজো কমিটিগুলোকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সিঙ্গেল উইন্ডোর পদ্ধতির মাধ্যমে পুজোর আবেদনপত্র যেমন যেমন করা যাবে একই সাথে প্রয়োজনীয় আর্থিক ছাড় মিলবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি ক্লাবগুলোকে পরামর্শ দেন মণ্ডপে স্যানিটাইজার রাখতে এবং মাস্ক বিলির জন্য যদিও তিনি বলেন দুর্গাপূজায় তারা কার্নিভাল করতে আগ্রহী হলেও সবকিছু নির্ভর করবে পুজোর সময় কোভিড পরিস্থিতির ওপর। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর ঘোষণায় বাংলায় শুরু হয়ে গেল পুজোর আবহ।
Views: 249