নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি-৪২ টি কচ্ছপ উদ্ধার করলো শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ।পুলিশ গোপন সূত্রে খবর পায় উত্তরপ্রদেশ থেকে দুন এক্সপ্রেস করে হাওড়াতে নিয়ে আসা হচ্ছে কচ্ছপ ।সেইমতো বৃহস্পতিবার সকালে অফিশার ইনচার্জ বিকাশ মুখোপাধ্যয়ের নেতৃত্বে পুলিশের একটি টিম শ্রীরামপুর থেকে এক বস্তা ভর্তি কচ্ছপ উদ্ধার করে l ঘটনায় বিপ্লব মন্ডল নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
Views: 1226