নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি- গঙ্গায় তলিয়ে গেল এক তারকেশ্বর জলযাত্রী lতারকেশ্বরে যাওয়ার আগে শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে জল তুলতে গিয়ে এই ঘটনাl নিখোঁজ তরুনের নাম সুদীপ সর্দার(১৮)।উত্তর ২৪ পরগনার মছলন্দপুর থেকে ২৫ জনের একটি দল তারকেশ্বরে যাওয়ার আগে নিমাইতীর্থ ঘাটে আসে।চৈত্রমাস উপলক্ষ্যে তারকেশ্বরে গাজন মেলা চলছে।এই সময় প্রচুর ভক্ত যায় তারকেশ্বরে।তাই যাবার আগে নিমাইতীর্থ ঘাটে সকলে নেমে স্নান করতে নেমেছিল ।তখন গঙ্গায় ভাটা থাকলেও জোয়ার আসার সময় হয়েছিল বলে জানায় ওই দলের এক সদস্য।সুদীপ সাঁতার জানত না।সেও সবার সঙ্গে স্নান করতে নামে।হঠাৎই তলিয়ে যায়।খবর পেয়ে বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা ঘাটে পৌঁছান। ডুবুরি ঘটনাস্থলে এসে তল্লাসী শুরু করে। বৈদ্যবাটি পুরসভার পুরপারিষদ সুবীর ঘোষ জানান পুরসভার পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে নিখোঁজ যুবককে উদ্ধারে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চিন্তিত তারকেশ্বর যাত্রীরা।
Views: 2148