নিজস্ব প্রতিনিধি,রিষড়া- ৭৩ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে একটি নতুন প্রকল্প চালু করছে রিষড়া পুরসভা। আগামী বৃহস্পতিবার থেকে পুরসভায় চালু হচ্ছে হেল্প লাইন পরিষেবা । সেই হেল্প লাইনে ফোন করলে এই শহরের নাগরিকরা ২৪ ঘন্টা জরুরিকালীন পরিষেবা পাবে।বুধবার পুর ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করলেন পুরসভা মূখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র। তিনি জানান রিষড়াবাসী যে কোন আপৎকালীন প্রয়োজনে যেমন এম্বুলেন্স, শবযান জমে থাকা জঞ্জাল পরিস্কারের প্রয়োজনে এই হেল্পনম্বরে ফোন করতে পারবেন, পুরসভা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে।একইসাথে তিনি জানান আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে রিষড়া পুরসভার নবনির্মিত মাতৃ সদন টির ইনডোর পরিষেবা চালু হয়ে যাচ্ছে। মাত্র এক হাজার টাকা দিয়ে আইসিসিউ তে ভর্তি হতে পারবেন রোগীরা। এছাড়াও ৩০০ টাকার বিনিময়ে সাধারণ বেডে অত্যাধুনিক চিকিৎসার সুবিধা পাওয়া যাবেএখানে।এরই সঙ্গে খুব শীঘ্রই মাতৃ সদনে চালু হচ্ছে একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান।আমাদের লক্ষ্য পুরবাসীর পাশে থাকা। এদিনের সাংবাদিক সন্মেলনে প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন উপপ্রশাসক জাহিদ হাসান খান সহ পুরসভার কো-অর্ডিনেটররা।হেল্পলাইন নম্বরটি হলো ৮৬১৭৭ ৬০৩৪৭ ।
Views: 264