নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- যুগের গতির সাথে এগিয়ে যেতে বর্তমানে অন্যতম ভরসা ইন্টারনেট পরিষেবা, যার মাধ্যমে দুনিয়া এখন হাতের মুঠোয়। কোভিড পরিস্থিতিতে ইন্টারনেট পরিষেবা অন্যতম হয়ে উঠেছে যা ছাত্র-ছাত্রীদের কাছেও হয়ে উঠেছে প্রধান মাধ্যম। তাদের সুবিধার্থে এগিয়ে এলো শ্রীরামপুর পুরসভা।চলতি মাস থেকেই শ্রীরামপুরের গান্ধী ময়দান কে ওয়াই ফাই জোন করার সিদ্ধান্ত নিল পুরসভা। শ্রীরামপুর পুরসভার প্রশাসক গৌর মোহন দে জানান যেভাবে ইন্টারনেট পরিষেবার খরচ বাড়ছে তার প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের পড়াশোনাতে, তাদের কথা চিন্তা করে সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শ্রীরামপুরের আরএমএস ময়দান অর্থাৎ গান্ধী ময়দান এলাকায় এই পরিষেবার সুযোগ দেওয়া হবে, যাতে ছাত্রছাত্রীরা বিনা পয়সায় ইন্টারনেট সুবিধা পাবে। পুরসভার এই এই উদ্যোগ খুশি ছাত্র-ছাত্রীরা।
Views: 330