নিজস্ব প্রতিনিধি,কোন্নগর- কোভিড প্রতিরোধের জন্য গত সপ্তাহে কোভিশিল্ড টিকা নিয়েছেন হুগলির এক ব্যবসায়ী। অভিযোগ অনান্য কোন শারীরিক প্রতিক্রিয়া না হলেও রবিবার দুপুর থেকেই তার শরীর চুম্বকের মতো কাজ করছে, তাই লোহার যে কোনো জিনিস আটকে যাচ্ছে তার শরীরে।হুগলির কোন্নগরের এম এন বোস এলাকার ঘটনা। ব্যবসায়ী গৌতম কুমার দে জানান বিভিন্ন টিভি চ্যানেলে এই ধরনের খবর দেখে তিনি ১০ টাকার কয়েন বুকে রাখলে দেখে সেটা লেগে যাচ্ছে ,তারপর খুন্তি, সাড়াশি সহ লোহার যে কোনো জিনিস শরীরে লাগালে দেখা যাচ্ছে সেটা চুম্বকের মতো লেগে যাচ্ছে।এই নিয়ে তিনি পারিবারিক চিকিৎসক-এর সাথে পরামর্শ নিলেও কিছুটা হলেও তিনি আতঙ্কিত। যদিও কলকাতা মেডিক্যাল কলেজের এক চিকিৎসক সৌরভ কুন্ডু জানান জানান কোভিড ভ্যাকসিনের সাথে কোন সম্পর্ক নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে দেহে ম্যাগনেটিভ ফিল্ড কাজ করছে কিনা তা দেখতে হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য চন্দন দেবনাথ জানান এটা আশ্চর্যের কিছু নয়, এর সাথে ভ্যাকসিনের কোন যোগ নেই মূলত এটা আসঞ্জন ক্রিয়ার কারণে এটা হচ্ছে।
Views: 1388