নিজস্ব প্রতিনিধি,বৈদ্যবাটি- শুরু হয়ে গেল তারকেশ্বরের শ্রাবণী মেলা,আগামী একমাস ব্যাপি বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট সহ এই এলাকার অন্যান্য ঘাট থেকে জল তুলে হাজার হাজার পূর্ণার্থী পায়ে হেঁটে যাবেন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে।তাদের চলার পথে পাশে থাকতে শনিবার বৈদ্যবাটির রথতলা এলাকায় সূচনা হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের পাশাপাশি জলসত্র শিবির।হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং জেলা জয় হিন্দ বাহিনীর উদ্যোগে সূচনা হওয়া এই শিবির থেকে তারকেশ্বরে যাওয়া পুণ্যার্থীদের জল,বাতাসা তুলে দেওয়ার পাশাপাশি পুণ্যার্থীদের চিকিৎসা সংক্রান্ত সমস্যায় পাশে থাকবে কর্মীরা।

চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো, জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ,সংগঠনিক যুবর সাধারন সম্পাদক অপরূপ মাঝি, সহ বৈদ্যবাটি পুরসভার অন্যান্য পুর সদস্যদের উপস্থিতিতে সূচনা হওয়া এই শিবির আগামী এক মাসব্যাপী পুণ্যার্থীদের পরিষেবায় থাকবে। পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন পুণ্যার্থীদের সুবিধার্থে এই জলসত্র শিবির এবং স্বাস্থ্য শিবির, পুণ্যার্থীদের পাশে থাকতে এই উদ্যোগ। একইভাবে পুণ্যার্থীদের সমস্ত রকম সহযোগিতায় কাজ করছে বৈদ্যবাটী পুরসভার কর্মীরা। এই ধরনের উদ্যোগে খুশি পুন্যার্থীরা।

Views: 121